Skip to main content

World Environment Day 2023 event notice

প্রিয় সাথীগণ , 
আগামী ৫ ই জুন সোমবার  , বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চলেছি।।
   উক্ত অনুষ্ঠানে সকল প্রতিবন্ধীদের অংশগ্রহন করার জন্য আহ্বান করা হচ্ছে। 
অনলাইন অনুষ্ঠানে আপনারা আপনাদের গান , নাচ , কবিতা - আবৃতি , ছবি আঁকা , তাৎক্ষনিক অভিনয়, আপনাদের মনের কথা ও পরিবেশ দিবসে গাছ লাগানো প্রভৃতি সবকিছু ভিডিও আকারে তুলে ধরুন। 
আপনাদের প্রতিভা ও বৃক্ষরোপণ - ভিডিও আকারে 8918172319 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান। আপনাদের পাঠানো ভিডিও আমরা তুলে ধরব।  
আমাদের বিশ্বাস আমরা প্রতিবন্ধী হলেও আমাদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। আমরা অনেক কিছু করতে পারি, কিছু না কিছু প্রতিভা আমাদের সকলের মধ্যেই আছে। আসুন আমরা আমাদের প্রতিভাকে মনের মধ্যে লুক্কায়িত না রেখে সকলের সামনে তুলে ধরি। 
   আসুন প্রিয় বন্ধুগণ  একটা দিন আমরা সবাই মিলে মিশে বিশ্ব পরিবেশ দিবস আনন্দযাপন করি।  আসুন আমরা সবাই কিছু অন্তত করে দেখাই। তাও কিছু করবো , আপনাদের উৎসাহ পেলে আরো ভালো লাগবে । হারিয়ে যাওয়া সুপ্ত  প্রতিভা আমরা ঠিক আমাদের মধ্যে থেকে বের করতে পারবো।  
সবাই সাথে থাকুন ও পাশে থাকুন।  
ধন্যবাদান্তে.......
WBDO
জয় প্রতিবন্ধী ✊✊🤜🤛





Comments